দেশে ফিরেছেন নৌ প্রধান


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৪ মে ২০১৭

লেবানন ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।

সফরকালে নৌপ্রধান লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াকুব রিয়াদ শরাফ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তার জন্য লেবানন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সাক্ষাৎকালে নৌপ্রধান জাহাজ নির্মাণে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করলে লেবাননের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

প্রথমবারের মতো দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান লেবাননে শান্তিরক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশি যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল পরিদর্শন করেন তারা। এ ছাড়া যুদ্ধজাহাজ দু’টির বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।

লেবানন সফর শেষে নৌপ্রধান যুক্তরাষ্ট্রে ও নিউইর্য়কের জাতিসংঘ সদর দফতর সফর করেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সামরিক উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় লেবাননে শান্তিরক্ষার কাজে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী জাহাজের কার্যক্রম এবং নৌবাহিনীর অধিকতর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন নৌপ্রধান।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।