পায়রা বন্দরে বিনিয়োগ করবে যুক্তরাজ্য : শাজাহান খান


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ মে ২০১৫

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পটুয়াখালীর পায়রা বন্দর জরিপ করার জন্য একটি বৃটিশ কোম্পানীকে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে তাদের রিপোর্ট পাবার পরই বৃটিশ সরকার পায়রা বন্দরে বিনিয়োগ করবে। মঙ্গলবার সচিবালয়ে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাজাহান খান বলেন, ৫শ’ একরের উপর জমিতে কয়লার জন্য টার্মিনাল নির্মিত হবে। সেখনে ২ কোটি টন কয়লা মজুদ হবে। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সেখানে প্রতিদিনের জন্য ১০ হাজার টন কয়লা প্রয়োজন হবে। তিনি বলেন, পায়রা বন্দরকে লাভজনক করার জন্য অবকাঠামো নির্মানে বিনিয়োগ করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদী, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক ও বৃটিশ দূতাবাসের ব্যবসা ও বিনিয়োগ পরিচালক রোজিনা হাসান।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।