পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পঞ্চগড়ের বোদায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের দুই চালকই মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় বোদা উপজেলার নাজিরপাড়া এলাকার পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা এলাকার মুছা মিয়া (৫০) এবং বগুড়ার মোকামতলা এলাকার মো. আলম (৪০)। এসময় ট্রাকের দুই হেলপার গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় শহরের জালাসী মোড় এলাকা থেকে টমেটো ভর্তি বগুড়ার একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি এক মোটরসাইকেল আরোহীকে অতিক্রম করার সময় ঝিনাইদহ থেকে আসা অপর একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক মারা যান।
খবর পেয়ে পুলিশ ও পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। দুই ট্রাক চালকের আহত দুই সহকারী সোহাগ (২৫) এবং কবার উদ্দীনকে (৫৫) বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোদা থানা পুলিশের ওসি একেএম নুরুল ইসলাম দুই চালক নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের আইনগত কাজ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সফিকুল/এমএএস/আরআইপি