প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করলেন ইউএনডিপি প্রতিনিধি


প্রকাশিত: ০২:২০ পিএম, ১০ মে ২০১৫

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং নারী শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলেই তা অর্জন করা সম্ভব হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তিনি এই কথা বলেন। এসময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসাও করেন।

রবার্ট ওয়াটকিন বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশি সেনাদের সফল ভূমিকায়, জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি। রবার্ট ওয়াটকিনের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়েছে, দেশের মানুষ দুর্ভোগে পড়েছে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।