সেই তিন প্রার্থীর আপিল ইসিতেও বাতিল


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১০ মে ২০১৫

মাগুরা-১ শূন্য আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র তিন প্রার্থী মো. নাঈম হাসান, এটিএম মহব্বত আলী এবং মো. মাহবুবুল আকবরের প্রার্থীতা রিটার্নিং অফিসার বাতিল করলে তারা সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন আপিল কর্তৃপক্ষ শুনানি শেষে আপিল খারিজ করে দেয়। এর ফলে ওই তিন প্রার্থী আগামী ৩০মে’র উপনির্বাচনে অংশ নিতে পারবে না।

ইসি জানায়, তিনজনের মধ্যে এটিএম মহব্বত আলীকে ঋণখেলাপী এবং অন্যদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তথ্যের গরমিল থাকায় নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকতার রায় বহাল রেখেছে।

এদিকে ৩ জনের প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে অন্য ৫ প্রার্থী আগামী ৩০ মে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ ওই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজুল আকবরের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর ২০ এপ্রিল উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

এইচএস/জেআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।