টাঙ্গাইলের আনারসে মুগ্ধ প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১১ মে ২০১৫

টাঙ্গাইলের আনারস নিয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল জেলা সমন্বয় কমিটির সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তার মুগ্ধতার কথা জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে বিভিন্ন জাতের ভালো আনারস হয়। এগুলো খেতে সুস্বাদু হয়। তাই আনারস চাষ বাড়াতে হবে। প্রয়োজনে কৃষককে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী এসময় বেশ কিছু জাতের আনারসের নামও বলেন।

তিনি আরও বলেন, আনারস চাষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ঋণ দিতে পারে।

এসময় তিনি টাঙ্গাইলে মৎস্য চাষের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্পসুদে ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দেন।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।