মেয়ে হত্যার বিচার চেয়ে রাস্তায় মা
মেয়ে ফাতেমা আক্তার রন্তী হত্যার বিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন হতভাগা মা আলা বেগম। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দাঁড়ান কন্যাহারা এই মা।
তার দাবি, মেয়ের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে রন্তীর মা আলা বেগম জানান, কেরানীগঞ্জে মডেল টাউন এলাকার বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে মো. আসলামের সঙ্গে চার বছর আগে ফাতেমা আক্তার রন্তীর বিয়ে হয়। আরহাম নামের তাদের আট মাস বয়সী একটি পুত্র সন্তান আছে।
তিনি আরও জানান, দুই বছর আগে আসলাম(রন্তীর স্বামী) দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। যৌতুকের টাকা না দিতে পারায় রন্তীকে নির্যাতন করতো। শুধু নির্যাতন করেই তার থেমে থাকেনি অবশেষে গত ১৯ মে রন্তীকে হত্যা করা হয়। কিন্তু ঘাতকরা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।
মানববন্ধনে রন্তীর মায়ের সঙ্গে পরিবারের সদস্য, এলাকাবাসীরাও অংশ নেন।
এএস/জেডএ/এএইচ/পিআর