সুন্দরবন হোটেল কর্তৃপক্ষের জিডি


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৭ মে ২০১৫

ব্যাপক ক্ষতির আশংকায় কয়েকটি কোম্পানির বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছে সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর কলাবাগান থানায় জিডি করেন হোটেলটির জেনারেল ম্যানেজার ওয়াজেদ আলী।

জিডিতে কন্সট্রাকশন কোম্পানি কোরিয়ান ডংগা ও তার থেকে দায়িত্ব নেয়া এমএস কন্সট্রাকশন ও মাম ইমপ্যাক্সকে দায়ি করা হয়েছে। সেই সঙ্গে সাব কন্সট্রাকশন এর কাজে থাকা বিডি কন্সট্রাকশনকেও দায়ি করেছে সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ের কাছে নির্মাণাধীন একটি ভবনের জন্য খোঁড়া গর্তে পাশের সুন্দরবন হোটেলের সীমানাপ্রাচীর ও বীর উত্তম সি আর দত্ত সড়কের একাংশ ধসে পড়ে। ঝুঁকির মুখে হোটেলটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সুন্দরবন হোটেলের পাশে ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড টুইন টাওয়ার’ নামক নির্মাণাধীন ২০তলা ভবনের বর্ধিত অংশের পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে হোটেলের সীমানাপ্রাচীর ও সড়কের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করে।

# হোটেল সুন্দরবন রক্ষায় সমন্বয় কমিটি গঠন
# হোটেল সুন্দরবন রক্ষায় ভারী যন্ত্রের ব্যবহার

এআর/এসএইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।