ঢাকা ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৪ আগস্ট ২০১৭

ঢাকা ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম. বজলুল করিম চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া আরও ৫ অতিরিক্ত সচিবের দফতর বদল করা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে তথ্য মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব রুহী রহমানকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রমজান আলীকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (পিইডিপি-৩ প্রকল্প) অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মঞ্জুরুর রহমানকে পিএসসিতে পাঠানো হয়েছে।

আরএমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।