অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ জুন ২০১৫

অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আমার জীবনে দু’টি স্বপ্ন ছিল। আইসিসির সভাপতি এবং মন্ত্রী হওয়ার। আইসিসির সভাপতিত্ব ছেড়ে প্রথমে মনে করেছিলাম ভুল করিনি তো! তবে সবার সহযোগিতা পেয়ে বুঝেছি সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যায়ের সামনে কখনো নত হইনি, হবো না।

শুক্রবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একথা বলেন।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সময় এমন পড়াশুনার এমন পরিবেশ ছিল না। টাকা না থাকায় স্কুল থেকে বেশ কয়েকবার আমার নাম কাটা গেছে। লজিং থেকে লেখাপড়া করেছি। জীবনের সঙ্গে যুদ্ধ করেছি। এতো সুযোগ-সুবিধা নিয়ে যারা এ বিশ্ববিদ্যালয়ে পড়ছো তারা খুবই সৌভাগ্যবান।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, জীবনটা অনেক আনন্দের, একে উপভোগ করতে হবে। জীবনে সফল হতে হলে ভালো বন্ধুও নির্বাচন করতে হবে। মন্ত্রী হওয়ার স্বপ্ন এখনো পুরণ হয়নি উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, ‘আমি এখনো মন্ত্রী হইনি। যেদিন আপনারা দেশের দায়িত্ব নিয়ে দেশকে অনেক উঁচুতে নিয়ে যাবেন, সেদিন নিজেকে মন্ত্রী মনে করবো’

এসময় উপস্থিত বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ বলেন, ‘২৩ বছর আগে সফল বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ছিল, তোমরা বাস্তবায়ন করেছ। আশা করছি দেশ-বিদেশে তোমরা এ বিশ্ববিদ্যালয়ের আলো ছড়িয়ে দেবে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি (আনসু) এই পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি সংসদ ক্লাব গান পরিবেশন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইোয়ং, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমিন ইউ সরকার এবং আনসুর সভাপতি এম নাইম হোসাইন।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।