১৬০ স্থানে ঈদ জামায়াতের আয়োজন করবে চট্টগ্রাম সিটি


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৬ জুলাই ২০১৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানসহ নগরীর ১৬০টি স্থানে ঈদ জামাতের আয়োজন করবে। মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদ জামাতের স্থান সম্পর্কে এ দিক নির্দেশনা দিয়েছেন।

চট্টগ্রামে প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ’র খতিব হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।

দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ’র সিনিয়র ইমাম হযরতুল আল্লামা মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।