রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের অবস্থান ‘স্পষ্ট’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে ফ্রান্সের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাবেক মহাপরিচালক ও ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকেল ল্যামি।

রোববার ঢাকার ফরাসি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন প্যারিসের অবস্থান স্পষ্ট করেছেন উল্লেখ করে ল্যামি বলেন, রাখাইনে মিয়ানমারের সংখ্যালঘুদের ওপর হামলাকে তিনি বলেছিলেন গণহত্যা। ফ্রান্সের অবস্থান একেবারে স্পষ্ট। রাখাইনে অত্যাচার বন্ধে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগে প্যারিস সব আন্তর্জাতিক স্তরে সক্রিয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে এটি একটি ভয়ঙ্কর গণহত্যা এবং এটি থামানো উচিত।

এইউএ/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।