দুর্নীতির কারণে অডিটর জেনারেলের ১৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ বলেছেন, আর্থিক দুর্নীতির কারণে ২০১৭ সালে এজি (অডিটর জেনারেল) অফিসসমূহের ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৩৫ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় পরিদর্শনে গেলে তিনি এ কথা জানান।

এ সময় ইকবাল মাহমুদ বলেন, গত বছর ফাঁদ পেতে দুদক বেশকিছু কর্মকর্তাকে গ্রেফতার করেছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে কমিশন ফাঁদ পেতে ধরে সরকারী কর্মকর্তাদের সমাজ-সংসারে বিব্রত করতে চায় না। তাই সম্মিলিতভাবেই দুর্নীতি প্রতিরোধে এমনভাবে কাজ করতে হবে যাতে হিসাব ও নিরীক্ষা অফিস হতে মানুষ দুর্নীতিমুক্ত সেবা পায়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও সিএজি মাসুদ আহমেদ দুর্নীতিমুক্ত সেবা প্রদানে ঐক্যমত পোষণ করেণ।

এমইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।