১৬ আগস্ট ২০১৫ : ছবিতে সারাদিন
একটি ছবি হাজার শব্দের সমান। চীনা এই প্রবাদকে স্বার্থক করতে জাগো নিউজের পাঠকদের জন্য ছবির মাধ্যমে আজকের ঢাকা ও চলমান ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো-20150816204454.jpg)
20150816204533.jpg)
রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট।20150816204552.jpg)
রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট।20150816204601.jpg)
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সুষম উন্নয়ন : উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।20150816204610.jpg)
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সুষম উন্নয়ন : উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।20150816204633.jpg)
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বিতীয় পাঁচ বছরের কর্মপরিকল্পনার (২০১৬-২০২০)পরামর্শক সভায় উপস্থিত অতিথিবৃন্দ।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ২৩ দিন বয়সী সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে নিয়ে পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন তার মা নাজমা বেগমের কোলে তুলে দেওয়া হয়।20150816204719.jpg)
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।20150816204801.jpg)
20150816204814.jpg)
20150816204829.jpg)
20150816204753.jpg)
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় উড়াল সড়ক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরআইপি