ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেনের যাত্রা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন চলাচল করবে। বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বৃহস্পতিবার বিকেল ৫টায় কমিউটার ট্রেন উদ্বোধন করবেন।

এর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।

বুধবার রেল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকেল ৫টা ২০ মিনিটে এবং বঙ্গবন্ধু সেতু (পূর্বে) পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে। সেখান থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

টাঙ্গাইল কমিউটার ট্রেনে ১০টি কোচ থাকবে। আগে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করত।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।