সেই আনসার কমান্ডেন্ট রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকতার্কে ঘুষের প্রস্তাব দিয়ে গ্রেফতার আনসার কমান্ডেন্ট আশিকুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন এ আদেশ দেন।

দুদক পরিদর্শক এমরান হোসেন জাগো নিউজকে জানান, গত সপ্তাহে সমন্বিত জেলা কার্যালয় থেকে গ্রেফতার আনসার কমান্ডেন্ট আশিকুর রহমানের বিরুদ্ধে ডবলমুরিং থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর কর্মকর্তা জাফর সাদেক সাদেক শিবলীর দফতর থেকে আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর বর্তমানে নীলফামারীর জেলা আনসার কমান্ডেন্ট হিসেবে কর্মরত থাকলেও আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।

তখনকার একটি দরপত্রে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান করছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী। ওই ঘটনা নিজের পক্ষে নিতে জাফর সাদেক শিবলীকে এক লাখ টাকা ঘুষ দেয়ার জন্য এসেছিলেন আশিকুর। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে এ অভিযোগে ডবলমুরিং থানায় মামলা করে দুদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।