কোরবানির পশুর সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ১০:১২ এএম, ৩১ আগস্ট ২০১৫

পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির পশুর সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে ত্রৈমাসিক পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন,  প্রাণী সম্পদ অধিদফতরের তথ্য মতে দেশে ৩০ লাখ গরু-মহিষ ও ৬৯ লাখ ছাগল-ভেড়া রয়েছে, তাই কোরবানি পশুর ঘাটতির কোনো প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, ভারত থেকে যদি গরু নাও আসে তাহলেও কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না।

ঈদ-উল-আজাহা উপলক্ষে গরু-মহিষ-ছাগল ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত রমজানের মতো সারা বছর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করবো।

আলোচনায় ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা তো আমাদের জন্য ভালো। আমরা সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, উল্টো  গরু-ছাগল রফতানি করতে চাই।
 
পেঁয়াজের দাম নিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের যে সংকট ছিল তা দূর হয়েছে। আশা করি  আর কোনো সংকট হবে না।

সভায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ পেঁয়াজের দর স্বাভাবিক রাখতে চাষীদের প্রণোদনা দেয়ার প্রস্তাব দেন।

তিনি বলেন, মাত্র দুই থেকে তিন লাখ পেঁয়াজ আমদানি করতে হয়। চাষীদের প্রণোদনা দিলে আমাদের চাষ বাড়বে। এমনটি হলে একসময় পেঁয়াজ আমদানি করতে হবে না। এসময় তিনি মরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার করা যায় কিনা খতিয়ে দেখার পরামর্শ দেন।

জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন বলেন, দেশের চাষীদের রক্ষা করতে এ শুল্ক আরোপ করা হয়েছিল। এখন প্রত্যাহার করলে অন্য সময়ে দেশের চাষীরা ক্ষতিগ্রস্থ হবেন।

এ সময় কারওয়ান বাজার আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, বৃষ্টি ও প্রাকৃতিক দুযোর্গের কারণে মরিচের দাম বেশি। দু-তিনদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে আসবে।

মন্ত্রী এতে একমত হয়ে মরিচের শুল্ক প্রত্যাহার না করার সিদ্ধান্ত দেন। তবে তিনি ব্যাপারটি মাথায় রেখে দ্রব্য মূল্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করতে বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ মামুন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবালসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এসআই/এসকেডি/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।