বনানীর বিটিএ টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের কাছে বিটিএ টাওয়ারের চতুর্থ তলায় এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং দল আগুন নিভিয়ে ফেলে।

বুধবার বিকেল ৪টা ৬ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জাগো নিউজকে বলেন, বিটিএ টাওয়ারের ১৫তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে খবর শুনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে এসি ছাড়াও তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার কারণে ভবনের সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে যান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।

এআর/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।