এখন আর কেউ চিঠি লিখে ঈদের শুভেচ্ছা জানায় না!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ মে ২০১৯

টেবিলের ওপর পড়ে থাকা একটি চিঠিতে চোখ পড়ল হঠাৎ। দেড় টাকা মূল্যের ওই ডাক টিকিটের চিঠিটিতে লেখা, ‘ঈদ মানে তো অল্প-বেশি খুশীর আয়োজন, পবিত্র এই ঈদকে ঘিরে ভালো থাকুক মন।’ চিঠির নিচে লেখা, ‘স্যার, ঈদের অনাবিল শুভেচ্ছা।’

ডাক টিকিটে লিখে ঈদের শুভেচ্ছা জানানোর প্রস্তুতি যিনি নিচ্ছেন, তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও ছড়াকার পাশা মোস্তফা কামাল। সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে বসে সোমবার দুপুরে তিনি বেশ কয়েকটি ডাক টিকিটের খামে চিঠি লিখে সরকারি শীর্ষ কর্মকর্তা ও সংস্কৃতিমনা কিছু মানুষকে ঈদের শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রথমেই ডাক টিকিটটি দেখিয়ে পুরনো কোনো কথা মনে পড়ছে কিনা জানতে চান। হ্যাঁ সূচক জবাব দিয়ে পাশা মোস্তফা কামাল বলেন, এক সময় চিঠির বহুল প্রচলন থাকলেও এখন আর তার প্রচলন কিংবা আবেদন কোনটিই নেই। আগে মানুষ চিঠির মাধ্যমে হাসি-কান্না, সুখ-দুঃখ, আদর-ভালবাসা-স্নেহের অনুভূতি প্রকাশ করতো। কাগজ ও কালিতে পাতার পর পাতা চিঠি লিখে পাঠাতো। একটি চিঠির অপেক্ষায় থাকতো কত শত মানুষ। ডাকপিয়নের সঙ্গে দেখা হলেই কোনো চিঠি এসেছে কিনা জানত চাইতো। কোনো কোনো বন্ধুরা চিঠি এলে ডাকপিয়নের কাছ থেকে তা সংগ্রহ করে রেখে দিতো। বন্ধুদের না খাওয়ালে সেই চিঠি দিতো না। চিঠি নিয়ে অসংখ্য স্মৃতি হৃদয়ের মণিকোঠায় জমা রয়েছে বলে জানান তিনি।

jagonews24.com

পাশা মোস্তফা কামাল বলেন, কালের বিবর্তনে তথ্য প্রযুক্তির কল্যাণে এখন আর কেউ কাউকে চিঠি লেখে না। সামাজিক যোগাযোগ যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপসে দু-চার লাইনে শুভেচ্ছা জানায়। কিন্তু চিঠির সেই আবেদন এগুলোতে পাওয়া যায় না।

তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি দেড় টাকার ডাক টিকিটে কিছু পছন্দের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন। আপাতত ২০টি খাম আনলেও এ সংখ্যা বাড়তে পারে। পাশা মোস্তফা কামাল বেছে বেছে সেই মানুষগুলোকেই চিঠিতে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, যারা তার মতো করে চিন্তাভাবনা করেন বলে মন্তব্য করেন তিনি।

এমইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।