ঢাকা আসছেন ডাচ রানি ও বান কি মুন

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৮ জুলাই ২০১৯

তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইন। তিনি মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন।

একই অনুষ্ঠানে অংশে নিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন। তার স্ত্রী উ সুন তায়েকও তার সঙ্গে আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকের উদ্বোধন করবেন।

গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বান কি মুন।

এ বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।

এ ছাড়া ৯ জুলাই বিকেলে ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের তথা ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। তিনি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

জেপি/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।