বাগেরহাটে শিশু হত্যার আসামি ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৯

বাগেরহাটের শিশু খালিদ (৬) হত্যা মামলার আসামি কালাম তালুকদারকে (৪৭) আটক করেছে র‍্যাব-৪। শনিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ জুন শিশু খালিদকে বাগেরহাটের চিতলমারী থেকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার অন্যতম আসামি কালাম তালুকদারকে ঢাকার মিরপুর থেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জুন বিকেলে বাড়ির পাশে ঈদগাহ মাঠে খেলা করে ফেরার পথে শিশু খালিদ অপহৃত হয়। অপহরণের দুইদিন পর ১৭ জুন বিকেলে চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত খালিদ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিতলমারী সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ চৌদ্দহাজারী গ্রামের কাওসার আলী তালুকদারের ছেলে।

এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।