বাংলাদেশি মিডিয়ার ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। একইসঙ্গে, বাংলাদেশি মিডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক মিডিয়া রিসিপশনে এসব কথা বলেন রিভা গাঙ্গুলি দাস।

riva-2

হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অনেক ভারতীয় কোম্পানি এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। এ পর্যন্ত দুই দেশের মধ্যে ৯০টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিভা গাঙ্গুলি বলেন, বাংলাদেশের মিডিয়া খুবই প্রাণবন্ত। দুই দেশের সম্পর্ক তুলে ধরতে বাংলাদেশের সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতীয় সংবাদমাধ্যমও খুব ‘ভাইব্রেন্ট (প্রাণবন্ত)’ বলে উল্লেখ করেন তিনি।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।