পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ

পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এক দল তরুণ-তরুণী। তাদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন নগরী তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে গঠিত ‘বিডি ক্লিন’ নামক এ সংগঠনটি পরিচ্ছন্নতার লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করে যাচ্ছে।
বিডি ক্লিন নামের এ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে না ফেলে সিটি কর্পোরেশনের স্থাপিত ডাস্টবিনে ফেলার মানসিকতা তৈরি করা। ফলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
তারা বলছেন, এরপরও মানুষ ডাস্টবিনে ময়লা ফেলছেন না। যতদিন মানুষ নিজে সচেতন না হবে ততদিন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না। তাই মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে বিডি ক্লিন কাজ করছে। বিডি ক্লিন বিশ্বে বাংলাদেশকে পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে তৈরি করবে।
রিফাত হোসেন নামের একজন রোববার বিডি ক্লিন সদস্যদের পরিচ্ছন্নতা কার্যক্রমের কিছু ছবিসহ ফেসবুক পোস্ট করে বলেন, ‘#শো_অফ। এই শো অফটাই কী করে দেখাতে পারবেন আপনি? সামন্য একটু নোংরার জন্য যেন হাজারও মানুষের কষ্ট না হয়। বিবেককে প্রশ্ন করুন, আপনার যত্রতত্র ময়লা ফেলার জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে না তো? #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন।’
এদিকে সম্প্রতি বিডি ক্লিনের পক্ষ থেকে রাজধানীর জেনেভা ক্যাম্প ও তার চারপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে বিডি ক্লিনের পক্ষ থেকে বলা হয়, অভ্যাস একদিনে যেমন গড়ে ওঠে না, তেমনি তা একদিনে বদলানোও সম্ভব নয়। কেবল অনবরত চর্চাই আনতে পারে পরিবর্তন। আমরা সমাজের ঘুনে ধরা বদ অভ্যাসগুলো সু-অভ্যাসে রূপান্তরের নেশায় এগিয়ে চলছি।
জেনেভা ক্যাম্প ও তার চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশকে বিদায় জানাতে বিডি ক্লিন সদস্যদের সাথে একত্মতা ঘোষণা করে ঝাড়ু হাতে পরিষ্কার কাজে নেমে পড়েন অনেকেই। ৫২-৫৫ হাজার মানুষের বসবাসরত এ ঘনবসতিপূর্ণ পুরো স্থানটি নোংরা আবর্জনায় ভরপুর ছিল। তবে বিডি ক্লিনের তারুণরা যেমন পুরো ক্যাম্প এলাকা পরিষ্কার করেছে তেমনি জেনেভা ক্যাম্পে বসবাসরত মানুষকে সচেতন করতে সক্ষম হয়েছে।
বিডি ক্লিন ঢাকার এ পরিচ্ছন্ন অভিযানে জেনেভা ক্যাম্পের মানুষ অনুপ্রাণিত হয়ে ১৫ সদস্যের কয়েকটি টিম গঠন করেছে। যারা রোস্টার করে প্রতিদিন জেনেভা ক্যাম্পকে পরিচ্ছন্ন রাখবেন।
এএস/আরএস/জেআইএম