কেরানীগঞ্জে দগ্ধ কিশোর আসাদকেও বাঁচানো গেল না
ঢাকার কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ কিশোর আসাদও (১৪) মারা গেছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আসাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. পার্থ শঙ্কর জাগো নিউজকে জানান, আসাদের শরীরের ৫৫ ভাগই পুড়ে গিয়েছিল।
গত বুধবার (১১ ডিসেম্বর) কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। কারখানার ধ্বংসস্তূপ থেকে সেদিনই একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কয়েকজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
সারাদেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেন।
তিনি জানান, বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ও ঢামেকের বার্ন ইউনিটে ৮ জন মিলিয়ে মোট ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চিকিৎসকরা অগ্নিদগ্ধদের বাঁচাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এইচএ/এমকেএইচ/জেআইএম