ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে ১০৫ নম্বরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য এসএমএস করে জানা যাবে। এজন্য ১০৫ নম্বরে এসএমএস করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘পিসি স্পেস এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর দিয়ে ১০৫ নম্বরে (PC NID number send 105) পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে ভোটারের।‘

ইসি সূত্র জানায়, উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন।

আগামী ১ ফেব্রুয়ারি এই দুই সিটিতে ভোট হবে।

পিডি/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।