করোনাভাইরাস : ওষুধ প্রশাসন অধিদফতরে প্রস্তুতিমূলক সভা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসটি এখন বিশ্ববাসীর কাছে নতুন এক আতঙ্কের নাম। ইতোমধ্যে এ ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখনও এ ভাইরাসে কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির বাইরে নেই বাংলাদেশ।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ ওষুধ প্রশাসন অধিদফতরে পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। সভায় বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পূর্বপ্রস্তুতিমূলক যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে-

১. গেট ওয়েল লিমিটেড এবং হ্যালো ইউ বিডি ডটকম নামীয় বাংলাদেশি দুটি প্রতিষ্ঠানকে ডিসপোজেবল ফেস মাস্কের দৈনিক উৎপাদন বৃদ্ধি করে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদফতরকে অবহিত করার জন্য বলা হয়।

২. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, অ্যাকটিভকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেনারেল ফার্মাসিউটিক্যালসসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে তাদের হ্যান্ড স্যানিটাইজারের উৎপাদন বৃদ্ধি করে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বলা হয়।

৩. করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয়।

৪. আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার কী পরিমাণ মজুত আছে তা জানানোর জন্য বলা হয়।

৫. আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভসের আমদানি বৃদ্ধি করার জন্য বলা হয়।

৬. ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার এক্সপোর্ট রোধ করার জন্য ল্যান্ডপোর্ট, সি-পোর্ট এবং বিমানবন্দরগুলোর কাস্টমস কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।

৭. অ্যান্টিভাইরাল মেডিসিনগুলোর পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, মেডিকেল ডিভাইস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্জিক্যাল অ্যাসোসিয়েশন ও ডায়াগনস্টিকস রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং ওষুধ উৎপাদনকারী ও মেডিক্যাল ডিভাইস আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।