করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করতে চায় এডিবি
সারাবিশ্বেই করোনাভাইরাস আতঙ্ক। তাই বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং। করোনার কারণে বাংলাদেশের সাহায্যের প্রয়োজন হলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সেই সাহায্য-সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একটি চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নে জবাবে এ তথ্য জানান মনমোহন প্রকাশ।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশ করোনাভাইরাসের বড় ধরনের শিকার নয়। দেশের অভ্যন্তরে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়তে হবে। করোনার ব্যাপকতায় ব্যবসা, কেনাকাটা, স্থানীয় পর্যায়ে এর প্রভাব পড়বে। তাই দেশে যেন করোনা ছড়িয়ে না পড়ে, সেই ক্ষেত্রে জোর দেয়া প্রয়োজন। আমি মনে করি, সরকার এ ক্ষেত্রে জোর দিচ্ছে। এডিবি সরকারের সঙ্গে খুবই নিবীড়ভাবে কাজ করছে যে, কীভাবে করোনার ছড়িয়ে পড়া রোধ করা যায়।’
বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করবে— জানতে চাইলে মনমোহন প্রকাশ বলেন, ‘সরকারকে এডিবি তিনটি ক্ষেত্রে সহযোগিতা করবে। প্রথমত, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে নিবীড়ভাবে কাজ করছি। তাদের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা বিবেচনা করে দেখব।’
‘যেমন- করোনার কারণে কোনো কাজে দেরি হচ্ছে, সেই ধরনের সহযোগিতা আমরা দেব। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ সরকারকে ঋণ দিতে পারি। সরকার আবেদন করলে আমরা সেই ঋণ দিতে পারব। যা করোনায় আক্রান্ত রোগী সনাক্তকরণ কিট কেনাসহ প্রয়োজনীয় নানা উপাদান কেনায় ব্যবহার করতে পারবে সরকার। তৃতীয়ত, করোনা মোকাবিলায় জ্ঞানের প্রয়োজন হলে, তা আমরা দেব। কীভাবে চীন, কোরিয়া করোনা মোকাবিলা করেছে, সেই ধরনের সহযোগিতা চাইলে তা দেবে এডিবি।’
পিডি/এমএআর/এমকেএইচ