এনডিসিতে ‘বঙ্গবন্ধুর জীবনী’ নিয়ে আলোচনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৬ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৬ মার্চ) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘বঙ্গবন্ধুর জীবনী’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি সদস্য মফিদুল হক সেশনটি পরিচালনা করেন। আলোচনায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধু চেয়ার মো. আতিউর রহমান যথাক্রমে ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু’, ‘রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু’ এবং ‘নেতা হিসেবে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ সদস্যদের উদ্দেশে সিন্ডিকেট আলোচনার আয়োজন করা হয়। যেখানে প্রফেসর ড. হারুন-অর-রশিদ, প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. সোনিয়া নিশাত আমিনের মতো বিশিষ্ট শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।

লে. জেনারেল শেখ মামুন খালেদ, ন্যাশনাল ডিফেন্স কলেজের সকল শিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এর সদস্যবৃন্দ এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।