৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় বাড়িয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের সময় ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার না খোলার নির্দেশ দেয়া হয়েছে।
বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত জানান। বন্ধের সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।
আগামী ২৮ মার্চ শনিবার থেকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এমএইচএম/এমএফ/জেএইচ/পিআর