ঢামেকের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেন্টাইনে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি গত ১০ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অধ্যক্ষ বলেন, গত ১৬ মার্চ তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেম্বারে এক বয়স্ক রোগীকে দেখেন। রোগীটি নিউমোনিয়ায় ভুগছিলেন। পরে জানতে পারি, ওই রোগীর কোভিড-১৯ পজেটিভ এবং সে ভেন্টিলেটরে আছেন।
আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার দুই দিন পর সামান্য জ্বর অনুভব করেন ওই চিকিৎসক। তারপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
তিনি আরও বলেন, ‘এভাবে কেউ যদি বিদেশ থেকে এসে তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসেন, আর তার ভোগান্তি পোহাতে হয় চিকিৎসক-নার্সদের। ফলে চিকিৎসক ও নার্সরা যদি হোম কোয়ারেনটাইনে যায়, তাহলে রোগীদের চিকিৎসা দেবে কে?
জানা যায়, গত ১৬ মার্চ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেস্বারে এক বয়স্ক রোগী দেখেন এই ডাক্তার। রোগী নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় ওই ডাক্তার পরামর্শ দেন তাকে দ্রুত আইইডিসিআরে যোগাযোগ করার জন্য।
এরপর ১৮ মার্চ সকালে ওই ডাক্তার সামান্য জ্বর অনুভব করলে নিজ থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে যান।
পরে ১৯ মার্চ পরীক্ষায় সেই রোগীর কভিড-১৯ পজেটিভ হলে তাকে ভেন্টিলেটরে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মার্চ সেই রোগীটি মারা যায়।
এমএফ/এমকেএইচ