দায়িত্ববোধ ও সচেতনতায় পারে দেশকে নিরাপদ রাখতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২০

জনগণের সচেতনতা ও দায়িত্ববোধই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজব্যবস্থা পশ্চিমাদের মতো নয়। আমরা সামাজিক বন্ধনে বিশ্বাস করি। এ সময়ে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরে বসে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারি। আমাদের এ যুক্ত থাকার জন্য দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি সরকারি ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু মানুষ সঙ্কটে পড়েছেন। দিনমজুর, খেঁটে খাওয়া মানুষ, যারা শারীরিকভাবে অক্ষম- এ ধরনের মানুষগুলো সঙ্কটে আছে। এ সঙ্কটে সরকার আপনাদের পাশে আছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রত্যেক ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এ ধরনের মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মতো বিরল-বোচাগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এ সহযোগিতা পৌঁছে দিচ্ছে। যতদিন করোনা সঙ্কট থেকে মুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে খালিদ বলেন, আমরা দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে নিরাপদ রাখব।

খালিদ বলেন, আপনারা অসচেতন ও দায়িত্বহীন আচরণ করলে আমাদের এ মানবিক বাংলাদেশ করোনার অন্ধকারে নিমজ্জিত হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ সঙ্কট মোকাবিলায় সফল হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।