এপ্রিল মাসটা খুব সাবধানে থাকতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনা রোগী বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা আছে। সেই প্রবণতায় পড়ে গেছে বাংলাদেশের এপ্রিল মাস। এ কারণে এপ্রিল মাসটা খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে প্রায় তিন ঘণ্টার ভিডিও কনফারেন্সিংয়ের শেষ সময়ে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সর্বশেষ লক্ষ্মীপুর জেলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ জেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

তখন শেখ হাসিনা বলেন, ‘আমি খুশি হলাম, এখানে কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। সব তো ঢাকায় এসে বসে আছে বোধহয়। তবে সাবধানে থাকতে হবে। কারণ জুলাই মাসটা সম্পর্কে অনেক রকম কথা শোনা যায়। সারাবিশ্বে যেভাবে করোনা রোগী বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবার একটা ট্রেন্ড (প্রবণতা) আছে। তাতে আমাদের সময়টা এসে গেছে এপ্রিল মাসটা। এই সময়টা আমাদের খুব সাবধানে থাকতে হবে।’

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর সব বিভাগের প্রতিটি জেলার সাথে আমি কথা বলব। মতবিনিময় করব। লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক। সেই দোয়া করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

পিডি/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।