ইনসাফ বারাকাহ হাসপাতালে টেলিমেডিসিন সেবা ও ফ্লু কর্নার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৮ এপ্রিল ২০২০

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে জ্বর-সর্দি-কাশি রোগীদের চিকিৎসায় টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে। এ সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য রোগীদেরকে ০১৯৭৮-০৯৮০৯৪ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব প্রয়োজনে হাসপাতালের ‘ফ্লু কর্নার’ এ সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখতে ঘরে অবস্থান করুন। করোনা সংক্রান্ত পরামর্শের জন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনির হোসেনের মোবাইলে ০১৭১১-১৫৭৪৩৫ প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করে সেবা নিতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।