তথ্যমন্ত্রীকে ইনুর ধন্যবাদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। রোববার এক বিবৃতিতে তারা এই ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রীর বরাতে বাসস পরিবেশিত ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 'চাল চুরির সাথে জাপা, জাসদ, বিএনপির চেয়ারম্যান মেম্বাররা যুক্ত' ও 'ত্রাণের জন্য বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে' শীর্ষক সংবাদটি সঠিকভাবে পরিবেশিত ও প্রকাশিত হয়নি বলে দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দেয়া হয়েছে। এবং সংবাদটি প্রত্যাহার করা হয়েছে। এই ভুল বোঝাবুঝির অবসান করায় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ।'
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সকালে ত্রাণের জন্য রাজধানীর বাড্ডা এলাকার লিংকরোডে শতশত মানুষ বিক্ষোভ করেন। পেটের ক্ষুধায় তারা রাস্তায় নামেন বলে জানান। সেখানকার কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলে তারা দাবি করেন। এই কারণে ত্রাণ দেয়ার পদ্ধতিতে সরাসরি প্রধানমন্ত্রীর তদারকি চান অনেকে। কেউবা আবার সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি করেন।
এফএইচএস/জেডএ/এমএস