ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন করোনাজয়ী ৭৮ পুলিশ
করোনাভাইরাসকে জয় করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ৭৮ জন সদস্য। এ নিয়ে সুস্থ হয়ে দেড় শতাধিক পুলিশ সদস্য ঘরে ফিরেছেন।
রোববার (১০ মে) দুপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে হাসপাতাল ছাড়েন ওই ৭৮ জন। এদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ওঠেন শনিবার এবং ৫৪ জন সুস্থ হন আজ রোববার।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান জাগোনিউজকে বলেন, আজকে মোট ৭৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তিনি বলেন, আজকে সকাল পর্যন্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য চিকিৎসাধীন ছিলেন ৯০৫ জন। এর মধ্যে আজ মোট ৭৮ জন সুস্থতার ছাড়পত্র পেলেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিঅ্যান্ডআইএম এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ১০ মে পর্যন্ত সবমিলিয়ে আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে এক ৫৯৪ জনে। গতকাল শনিবার আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৫০৯। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন সাতজন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। এছাড়া মাঠপর্যায়ের পুলিশ সদস্যই আক্রান্ত হয়েছেন বেশি।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও এক হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় দুই হাজার ৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেইউ/এইচএ/এমকেএইচ