পুলিশ হাসপাতালকে ৫টি ভেন্টিলেটর দিল নাভানা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১২ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সহায়তায় রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঁচটি ভেন্টিলেটর উপহার দিয়েছে নাভানা গ্রুপ ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

নাভানা গ্রুপের উপহার গ্রহণ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দারসহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি জানায়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন পর্যন্ত একক পেশা হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধার ভূমিকা পালনকারী পুলিশের পাশে এসে বন্ধুর মতো দাঁড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এআর/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।