জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে আইজিপির ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৩ মে ২০২০

কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

চলমান করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দেয়া সাত পুলিশ সদস্য ও গত বছর ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

jagonews24

পুলিশ সদর দফতর থেকে বুধবার (১৩ মে) পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে পালনের মধ্য দিয়ে স্মরণ করে থাকে। এছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজ-খবর নেয়া হয়।

জেইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।