ঢামেকের করোনা ইউনিটে ২ দিনে আরও ৩৩ জনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত দুদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
তাদের মধ্যে পাঁচজন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩৩ জনের মধ্যে চারজন নারী।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
গত ২৮ মে পর্যন্ত ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, পরীক্ষামূলকভাবে ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এমএসএইচ/পিআর