বিশেষ ফ্লাইটে ফিরছেন সুইজারল্যান্ড আটকে পড়া তিন বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ জুন ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সুইজারল্যান্ডে আটকে পড়া তিন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট।

শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে জুরিখ বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করেছে। দোহাতে ট্রানজিট শেষে কাতার এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে রোববার (৭ জুন) বিকেলে বিমানটি ঢাকায় পৌঁছাবে।

জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীরা যাতে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারেন সেজন্য সুইজারল্যান্ড ছাড়ার আগে তাদের প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার আলোকে জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সুইজারল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের তথ্য চেয়ে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে গত মার্চের শেষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দূতাবাস চারজন আটকে পড়া বাংলাদেশির তথ্য পায়। তাদের মধ্যে একজন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে এবং স্থগিত হয়ে থাকা ব্যবসায়িক কাজ শেষ করে দেশে ফিরবেন বলে দূতাবাসকে জানান।

দেশে ফিরতে আগ্রহী বাকি তিনজনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে নিতে কাতার এয়ারওয়েজের এই বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করে।

প্রসঙ্গত, দূতাবাস বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে আটকে পড়া এ বাংলাদেশিদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা অব্যাহত করেছে।

জেপি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।