বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে চিকিৎসকদের জন্য শয্যা বরাদ্দ থাকবে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিট চালু হলে সেখানে চিকিৎসকদের জন্য শয্যা বরাদ্দ থাকবে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমিত চিকিৎসকদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে মানসম্পন্ন একটি হাসপাতাল নির্ধারণে বিএমএর পক্ষ থেকে সরকারের কাছে দাবি উত্থাপন করা হয়। এ লক্ষ্যে বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আলোচনাকালে বিএমএর দাবির প্রতি সংহতি প্রকাশ করেন উপাচার্য। এ সময় বিএসএমএমইউয়ের চলমান করোনা ইউনিটের কাজ শেষ হলেই সংক্রমিত চিকিৎসকদের চিকিৎসার জন্য সেখানে শয্যা নির্ধারণ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
দাবি অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ৭২ ঘণ্টার মধ্যে বিএসএমএমইউতে স্থাপিত করোনা ইউনিটে সংক্রমিত চিকিৎসকদের চিকিৎসা নিশ্চিতের উদ্যোগ নেয়ায় বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় বিএমএ।
উল্লেখ্য, বিএসএমএমইউয়ের করোনা ইউনিটের যাবতীয় সংস্কার কার্যক্রম ও যন্ত্রপাতি সন্নিবেশনের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হতে চলেছে।
এমএইচ/এমএসএইচ/এমএস