ঢামেক করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৪ জন। বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার (২৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের বাসু দাস (৭৫) ও রফিকুল ইসলাম (৬৫), নারায়ণগঞ্জের মোতালেব হোসেন (৬৫) ও নোয়াখালীর শরিয়ত উল্লাহ (৭০)।
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার একদিনে আরও ৪৩ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৮ জনে।
একই সময়ে দেশে আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।
এমএসএইচ