তরুণ-যুবকরা সামাজিক দূরত্ব না মেনে ধূমপান করছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৯ জুন ২০২০

রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায়, তরুণ-যুবকরা মাস্ক পরিধান করছেন না। ধূমপান করছেন কোনো সামাজিক দূরত্ব না মেনেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাব, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেকে সুরক্ষিত রেখে পরিবারের সকলকে সুরক্ষিত ও শঙ্কামুক্ত রাখুন।

সোমবার (২৯ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। যারা বেশি ঝুঁকিপূর্ণ যেমন উচ্চ রক্তচাপ, ক্যানসার, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হৃদরোগ এমন দীর্ঘমেয়াদী ব্যাধিতে ভুগছেন, তারা যেন অবশ্যই সকল স্বাস্থ্যবিধি মেনে চলেন। যারা ধূমপান করছেন, তাদের করোনায় ঝুঁকির হার বেশি।’

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করাসহ মোট পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৩৭টি। এতে দেশে আরও নতুন করে ৪ হাজার ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন এক হাজার ৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৫৭ হাজার ৭৮০ জন। সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।

পিডি/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।