বাংলাদেশকে ৩ লাখ গগলস-মাস্ক অনুদান দিয়েছে ডব্লিউএফপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৯ জুন ২০২০

অস্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশ সরকারকে দেড় লাখ গগলস ও দেড় লাখ এন-৯৫ মাস্ক অনুদান হিসেবে দিয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ডাব্লিউএফপি ও অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এ অনুদানটি পাঠিয়েছেন তারা।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘এ পর্যন্ত ২৫ লাখ ২৮ হাজার ২৪৫টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহীত হয়েছে। এ পর্যন্ত বিতরণ হয়েছে ২৩ লাখ ৮১ হাজার ১৬৪টি। ২৪ ঘণ্টায় বিতরণ হয়েছে চার হাজার ৬০০টি। বর্তমানে মজুদ আছে এক লাখ ৪৭ হাজার ৮১টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী।’

পিডি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।