পটুয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৭ এএম, ১২ জুলাই ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় সূর্য বানু (৮৫) নামের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে এ জেলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলাপাড়ায় সূর্য বানু (৮৫) নামের ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৭ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়। ১১ জুলাই রাতে আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাউফলে ১৪ জন, সদরে ৯ জন, দশমিনায় ৫ জন, গলাচিপায় ৫ জন ও কলাপাড়ায় ৪ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৬ জনে। এর মধ্যে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২০৩ জন। এছাড়া হাসপাতালের ২১ জন ও হোম আইসোলেশনে ৪২৭ জন রয়েছেন।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।