২৪ ঘণ্টায় মৃতদের সবাই ত্রিশোর্ধ্ব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৪ জুলাই ২০২০

শিশু থেকে বয়স্ক-সব বয়সীরই মৃত্যু হয়েছে করোনায়। তবে গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ বছরের নিচে কারও মৃত্যু হয়নি। এ সময় ৩৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সী, ১৩ জন। এছাড়া ১০০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার তুলে ধরা তথ্য থেকে এসব জানা যায়।

বিজ্ঞাপন

নাসিমা সুলতানা বলেন, ‘বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ৬১ থেকে ৭০ বছরের ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের চারজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন, ৯১ থেকে ১০০ বছরের একজন এবং ১০০ বছরের বেশি বয়সের একজন মারা গেছেন।’

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ২৩৭ জন, শতাংশের হিসাবে ৭৮ দশমিক ৮৮ শতাংশ। আর নারী মারা গেছেন ৫৯৯ জন, শতাংশের হিসাবে তা ২১ দশমিক ১২ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ নিয়ে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি।

নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫৪৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৮৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার ৯৭৮ জন।

পিডি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।