এবার স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার বদলি
স্বাস্থ্য অধিদফতরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের উপপ্রধান প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাছির উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে বদলি করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দাফতরিক কাজের সুবিধার্থে বদলি ও পদায়ন করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেশন প্ল্যানে বদলি ও পদায়নের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের অনেককেই বদলি করে অন্যত্র পদায়ন করার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৮ জুন স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। ৪ জুন সরিয়ে দেয়া হয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে।
এমইউ/বিএ