করোনা আক্রান্ত সানজিদা খানমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ঢাকা-৪ আসনের দুইবারের সংসদ সদস্য, শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ-খবর নিয়েছেন।
অ্যাডভোকেট সানজিদা খানমের পিএস হাবিবুর রহমান রোমেল এ তথ্য জানিয়েছেন।
রোমেল জানান, বুধবার (৫ আগস্ট) তার (সানজিদা খানম) শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তিনি এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
রোমেল আরও বলেন, আইসিডিডিআরবিতে দুইদিন আগে নমুনা দেয়ার পর আজ পজিটিভ রেজাল্ট পাই। ম্যাডাম এখন বাসাতেই আছেন। ম্যাডামের করোনা আক্রান্ত হওয়ার খবর জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়ে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। প্রয়োজনে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির জন্যও বলেছেন তিনি। এছাড়া আদা ও গরম পানি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এইচএস/বিএ