২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬৩ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে মোট তিন হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ অর্থাৎ প্রায় ৬৩ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ ও আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৫১৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২ হাজার ১৪৭ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ জনে।

দেশের বিভিন্ন বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৯ ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন রয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।