২৪ ঘণ্টায় সুস্থ ২৮৯০ জন : কোন বিভাগে কত?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ৩১ আগস্ট ২০২০
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ। সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৪ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৯৮০ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৫৬ জন, চট্টগ্রামে ৪৪২, রংপুরে ৭৩, খুলনায় ৩০২, বরিশালে ৪২, রাজশাহীতে ২৮৫, সিলেট ১৪৭ এবং ময়মনসিংহে ৩৩ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৫৪টি নমুনা। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টিতে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৩৩ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৪ জন। এদের মধ্যে হাসপাতালে ৩২ জন ও বাড়িতে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ২৮১ জনে।

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।