টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা
মহামারি করোনাভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এরপর থেকে সারাদেশে প্রকৌশলীসহ ৬৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবির টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকরা।
আইইবির জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন জানান, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনলাইনে আইইবির টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। পরবর্তীতে সম্মাননা স্মারক আইইবির টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবির প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন- আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।
অনুষ্ঠানে আইইবি টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইইবির টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী খায়রুল বাসার। আইইবির টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকরা অনলাইনে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাসের সময় আইইবির ফ্রি টেলিমেডিসিন সেবা সারাদেশের মানুষের কাছে পৌঁছেছে। সারাদেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ।
দেশের এই ক্রান্তিকালে প্রকৌশলী এবং চিকিৎসকরা সব সময় কাজ করছে। এর আগে আইইবির টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকরা দেশের ক্রান্তিলগ্নে মানুষকে বিনামূল্যে সেবা প্রদানের অনুভূতি ব্যক্ত করেন।
জেইউ/এমআরএম